মোঃ মহিবুল, পাথরঘাটা প্রতিনিধি:
পাথরঘাটা কাকচিড়ায় মানবিক সংগঠন ‘ সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশন’র বর্ষপূর্তি এবং অস্থায়ী কার্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় কাকচিড়া কাটাখালিতে সংগঠনটির সাথে যুক্ত নবীন সদস্যদের উপস্থিতিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজদর্পন মানবিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব আলি আকবর মাস্টার (বীর মুক্তিযোদ্ধা), উপস্থিত ছিলেন উপদেষ্টা বিজয় কৃষ্ণ হালদার (চিকিৎসক ও সাবেক শিক্ষক) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত আজীবন সদস্য জনাব জুয়েল কাজীর শ্রদ্ধেয় পিতা জনাব , এছাড়াও উপস্থিত ছিলেন সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রবাসীদের সামাজিক কাজে যুক্ত হবার জন্য ধন্যবাদ জানান। সংগঠনটি মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এমনটাই সকলের প্রত্যাশা।
