নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন- নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক (যুগ্ন-সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকীবিল্লাহ ও পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমামুল খান ইমন এবং নেত্রকোনা জেলা ছাত্রদলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ।
এসময় তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন ও নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করা হয় এবং দোয়া শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
