পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে বরগুনার পাথরঘাটায় নৌবহর কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল দশটার দিকে বিষখালী নদীতে জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ওয়াটারকিপার্স বাংলাদেশ, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে এ কর্মসূচিতে শতাধিক জেলে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা নতুন বাজার ইঞ্জিনিয়ারিং ওয়াকশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, বিএফডিসি আড়ৎদার কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পাথরঘাটা সমন্বয়ক উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক আল আমিন ফোরকান, মিথুন মিত্র, সোহাগ আকন প্রমুখ।
বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি বিশ্ব উষ্ণতা বৃদ্ধির প্রধান উৎস। শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের গতি আরও বাড়ছে। এতে মানবদেহে শ্বাসকষ্ট, অ্যাজমা, হৃদরোগ ঝুঁকি বাড়িয়েছে। তাছাড়া জমির ক্ষতি, পানি দূষণ ভূমিকম্পের ঝুঁকি দিনদিন বাড়ছে। বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধ করতে হবে।
