নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় ঐতিহ্যবাহী জালাল মঞ্চে ‘তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫’ উপলক্ষে কিরাত, হামদ–নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে মঞ্চমাত করেছেন অংশগ্রহণকারী প্রতিযোগী এবং বক্তারা। মনোজ্ঞ আয়োজনে মুগ্ধ হয়েছেন দর্শক–শ্রোতারা।
শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদ আল জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়ার জননন্দিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার আমীর সাদেকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ, কেন্দুয়া প্রেস ক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম সভাপতি সালাহ উদ্দিন সালাম, দেশ টিভির বার্তা সম্পাদক মশিউর খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ শাইখ সিরাজ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে আলোকিত করতে এ ধরনের ইসলামিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জালাল মঞ্চে ইসলামিক আয়োজন ঘিরে যেসব প্রশ্ন বা বিতর্ক মাঝে মাঝে ওঠে, তা অমূলক উল্লেখ করে বক্তারা এ ধরনের ইতিবাচক কার্যক্রমকে সমর্থনের আহবান জানান।
আয়োজকেরা আশা করেন, বক্তাদের জ্ঞানগর্ভ আলোচনা শুনলে আর কেউ জালাল মঞ্চে ইসলামিক আয়োজন নিয়ে প্রশ্ন তুলবেন না বা বিতর্ক সৃষ্টি করবেন না।
