‘রান উইথ শিবির’ কর্মসূচির ভিডিওকে ছাত্রলীগের মিছিল দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হলো একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ জানায়, ‘রান উইথ শিবির’ কর্মসূচির ভিডিওকে ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হয়েছে।
ফ্যাক্টওয়াচ জানায়, রাজধানীর গুলিস্তান ছাত্রলীগের বিশাল মিছিল দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির আয়োজিত ‘রান উইথ শিবির’ কর্মসূচির। গত ১১ নভেম্বর এটা অনুষ্ঠিত হয়েছিল।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, আলোচিত পোস্টগুলো মিথ্যা। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি থেকে বিভিন্ন কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে Boishakhi Tv News এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। চলতি বছরের ১১ নভেম্বর আপলোড হওয়া ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয় ‘হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে রান উইথ জবি শিবির’। মূল ভিডিওতে ‘রান উইথ শিবির’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের গায়ে ‘RUN WITH JnU SHIBIR’ লেখা সবুজ রঙের জার্সি দেখা যায়।
কিন্তু, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের জার্সির লেখা ব্লার করে দেওয়া হয়। গত ১১ নভেম্বর ‘রান উইথ শিবির’ কর্মসূচির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির। ১১ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কর্মসূচিটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে এটি শেষ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর ফেসবুক পেজ থেকেও একই ঘটনার ভিডিও পাওয়া যায়। দেখা যাচ্ছে যে, ভিডিওর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির ওপর ভিত্তি করে করা দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।
