আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহমুদ জামান মঙ্গলবার আটপাড়া উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ হলরুমে , গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, জনসেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর, আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আল আকরাম খান (মুন্না) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ পরে বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, এবং বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
