নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার দায়ে একজন জেলেকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লি গ্রামের মরা বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভুমি কর্মকর্তা (এসি ল্যান্ড) নাঈম উল ইসলাম চৌধুরী । এ সময় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘনের অভিযোগে ৫ ধারার আওতায় অভিযুক্ত ব্যক্তিকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে প্রায় দুই হাজার পাঁচশো মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। পরে জব্দকৃত জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা আক্তারের জিম্মায় প্রদান করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে জলজ সম্পদ ধ্বংস হয়। নিয়মিত এমন অভিযান চালিয়ে অবৈধ মৎস্য আহরণ বন্ধে আমরা কাজ করছি।
প্রশাসনের এ ধরনের অভিযান স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
