আটপাড়া ( নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল-এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (০৯ নভেম্বর ) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক কাজী মাওঃ তাসনীম আলম এবং সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে হাফেজ মো. ইয়াসিন আরাফাত-কে আহ্বায়ক এবং হাফেজ ক্বারী আবুল বাশার সুমন-কে সদস্য সচিব করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে মোট ৫১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে আটপাড়ায় সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।
