নিজস্ব প্রতিবেদক: বাঙালি সংস্কৃতির অন্যতম শিকড় “কিচ্ছাপালা” কে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হচ্ছে প্রথম ও বৃহত্তর আয়োজন-কিচ্ছা উৎসব।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সর্বস্বর সংগঠনের উদ্যোগে উৎসবটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
উদ্বোধনের সময় উপস্থিত অতিথিরা ফুল ছিটিয়ে ও গান গেয়ে উৎসবের সূচনা করেন। উৎসবকে ঘিরে ঢাকা থেকেও বেশ কিছু গুণী শিল্পী কেন্দুয়ায় এসেছেন, রাতের পর্বে তাঁদের পরিবেশনা উপস্থাপিত হবে।
দিনব্যাপী ও সারারাত চলবে কিচ্ছা পরিবেশনা। অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতিমান ও স্থানীয় বয়াতীরা- কুদ্দুস বয়াতী, সায়িক সিদ্দিকী, দিলু বয়াতী, আশিক বয়াতী, অলিউল্লাহ বয়াতী, সবুজ বয়াতী, জসিম বয়াতী, মনসুর বয়াতী, হামিদ বয়াতী, শামীম বয়াতী, মজনু বয়াতী, উসমান বয়াতী, আনোয়ারা বয়াতী, ফজল করিম বয়াতী ও খোকন বয়াতী।
আয়োজনের সহযোগী সংগঠন হিসেবে রয়েছে চর্চা সাহিত্য আড্ডা, উদীচী শিল্পীগোষ্ঠী, ঝংকার শিল্পীগোষ্ঠী, আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্ঠী, মঙ্গলঘর পরিসর, প্রাণে প্রাণ বইকুজ ও জাসাস। মিডিয়া পার্টনার হিসেবে আছে কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব, সর্বস্বরের সম্পাদক আবুল কালাম আল আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন, নাট্যকার রাখাল বিশ্বাস, গীতিকবি মীর্জা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সংস্কৃতির ধারক-বাহক কিচ্ছাপালা নতুন প্রজন্মের কাছে পরিচিত ও প্রেরণার উৎস হয়ে উঠুক, এমন প্রত্যাশা থেকেই এই আয়োজন বলে জানান আয়োজকেরা।
