নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দিকে নেত্রকোনা পৌরশহরে ছোট বাজারস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা ছাত্রদলের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান দুদু।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা ) প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকীবিল্লাহসহ প্রমুখ।
