নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আল আসাদকে মিথ্যা মামলা দিয়ে আটক করার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ এক মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঝাঞ্জাইল-শ্যামগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বুধবার রাত ৮ ঘটিকার দিকে বড়বাট্রা এলাকার নিজ বাড়ী থেকে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আল আসাদকে আটক করে থানায় নিয়ে আসে দুর্গাপুর থানা পুলিশ। পরবর্তীতে ওই শিক্ষককে রাজনৈতিক মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে ওই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা স্কুলে এসে জানতে পারি আমাদের প্রিয় আসাদ স্যারকে মিথ্যা মামলায় এরেস্ট করা হয়েছে। এরই প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আমরা মানববন্ধন করেছি। স্যারের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে স্যারকে মুক্তি না দিলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
ওই বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান বলেন, ধর্মীয় শিক্ষক আল আসাদ সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে সক্রিয় নয়। যদি তাকে রাজনৈতিক কোন মামলায় দিয়ে আটক করা হয়, তাহলে তার প্রতি অবিচার করা হবে। স্থানীয় কোন কোন্দলের কারনে তাকে আটক করা হতে পারে। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, এই সময়ে একজন শিক্ষককে অহেতুক আটক এটা কোন ক্রমেই কাম্য নয়।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, রাজনৈতিক মামলায় ওই বিদ্যালয়ের শিক্ষককে আটক করা হয়েছে। পরবর্তিতে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
