জলঢাকা: গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে কাঁচা ও পাকা আমন ধান শুয়ে পড়েছে। এতে আমন ধানের আংশিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। স্থানীয় কৃষকেরা জানান, টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে ধানগাছের গোড়া নরম হয়ে পড়েছে।
অনেক জায়গায় ধানের শীষে পানি জমে দানা পচে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এতে আমন ধানের ফলন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন তারা। জলঢাকা পৌরসভার দুন্দীবাড়ি এলাকার কৃষক মহির উদ্দিন বলেন, “আমি সাত বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। এর মধ্যে প্রায় পাঁচ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে শুই পড়েছে।
এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। সরকারের সহায়তা পেলে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারব।” উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ডোলঢুপি গ্রামের কৃষক বিশ্বজিৎ রায় বলেন, “আমি এক বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলাম। পুরো জমির ধান বৃষ্টির পানিতে শুয়ে পড়েছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “এ বছর উপজেলায় মোট ২২ হাজার ৯৮৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ৭০ হেক্টর জমির ধান টানা বৃষ্টির কারণে হেলে পড়েছে। মাঠ পর্যায়ে আমরা কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।
কৃষকদের বলা হয়েছে, ধান যদি তিন থেকে চারটি গুচ্ছ একত্রে দাঁড় করিয়ে রাখা যায়, তাতে বড় ক্ষতি হবে না। তবে যদি গাছ নিচে পড়ে থাকে, তখন ফলনে কিছু ঘাটতির সম্ভাবনা রয়েছে।” তিনি আরও বলেন, “ধানক্ষেতের প্রকৃত ক্ষতির পরিমাণ পরবর্তী এক সপ্তাহের মধ্যে নিরূপণ করা যাবে।”
