নিজস্ব প্রতিবেদক: “আমরা সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়- ইসলামের বাংলাদেশ দেখতে চাই, গড়তে চাই” এই শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল নেত্রকোনার কলমাকান্দা স্টেডিয়াম মাঠ।
কলমাকান্দা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, মানুষের কথিত তন্ত্র-মন্ত্র নয়, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত খেলাফত শাসনব্যবস্থা। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, জুলুম ও বৈষম্যহীন বাংলাদেশ।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে যারা শাহাদাতের রক্ত দিয়েছেন, ২০২১ সালে মোদীবিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, ২০১৩ সালে নবীর (সা.) ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে যারা জীবন দিয়েছেন, এবং ২০০৯ সালে পিলখানা ট্র্যাজেডিতে যারা দেশপ্রেমে জীবন উৎসর্গ করেছেন- তাদের ত্যাগের রক্তই হবে আগামীর জুলুমমুক্ত বাংলাদেশের ভিত্তি।
মামুনুল হক কলমাকান্দার জনসমুদ্রে আহবান জানান, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা ও খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য সবাই হাতে হাত রেখে জুলুম, বৈষম্য ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন ইনশাআল্লাহ। হাজারো মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, অসংখ্য মায়ের কোলে সন্তানহারা হাহাকার। এই রক্তের বিনিময়েই প্রতিষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লব। সেই জুলাই সনদ গণভোটের মাধ্যমে কার্যকর করেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাবেশে তিনি ঘোষণা দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। সেখানে লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাজ, দেশবিরোধী কোনো অপশক্তির ঠাঁই হবে না।
গণসমাবেশে সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে তার হাতে রিকশা প্রতীক তুলে দেন আল্লামা মামুনুল হক।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস আল্লামা জিয়া উদ্দিন, আল্লামা আলী উসমান, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা হেদায়েতুল্লাহ হাদি প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা উসমান গনি, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস কলমাকান্দা উপজেলা শাখা। শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আল্লামা মামুনুল হক।
