ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) ধর্মত্বত্ত ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. সেকান্দার আলী। সোমবার(৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া ধর্মত্বত্ত অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আপনারা যদি বৈশ্বিক একটি অবস্থানে নিয়ে যেতে পারেন তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় সামনের দিকে অগ্রসর হবে। আপনারা অ্যাট্রাক্ট করবেন যাতে বিশ্বের বিভিন্ন ছাত্র এখানে এসে পড়ে। তারা এখানে এসে রিসার্চ করবে। এই অবস্থায় আপনারা নিয়ে যান। আপনাদের যোগ্যতা আছে আপনারা পারবেন। আপনাদের স্বপ্ন ও পরিকল্পনা থাকতে হবে। আপনারা ছাত্রদের সাথে নিয়ে রিসার্চ করেন।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে বিভাগ খুললে টিচিং এন্ড লার্নিং বাড়ে তবে বিশ্ববিদ্যালয়কে সামনে অগ্রসর করতে হলে রিসার্চ বাড়াতে হবে। বেশি বেশি সাইটেশন পেতে হবে।”
