আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ২টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এ সভায় জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি এড. নূরুজ্জামান নুরু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেঃ মোঃ সালাউদ্দিন খান মিলকী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, এবং সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।
বক্তারা বলেন, “ঐক্যবদ্ধ ও সংগঠিতভাবে কাজ করলেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।” বর্ধিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে সভাস্থলে যোগ দেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য। সভা শেষে নেতাকর্মীরা বলেন, “বিএনপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সবাই একসাথে কাজ করবো।”
