গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পরকীয়ার জেরে সংসারে ভাঙন ধরার পর অভিমান করে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন রায়হান মিয়া (৩৫) নামের দুই সন্তানের জনক। গতকাল (২৮ অক্টোবর) উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান মিয়া সম্প্রতি অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী এক মাস আগে অভিমান করে বাবার বাড়ি চলে যান।
এরপর থেকেই রায়হান ও তার পিতা চান মিয়ার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ ঘটনায় রায়হানের শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার সময় তার পিতা চান মিয়া দ্রুত জামাতা সবুজ মিয়াকে খবর দেন। পরে তারা মিলে আগুন নেভানোর চেষ্টা করে রায়হানকে উদ্ধার করেন। প্রথমে রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল মুঠোফোনে বলেন, “ঘটনার বিষয়টি জানার পর আমি স্থানীয়দের সঙ্গে ঘটনাস্থলে যাই। পারিবারিক কলহ ও মানসিক চাপে পড়ে রায়হান এমন চরম পদক্ষেপ নিয়েছেন বলে জানতে পেরেছি। পরিবারটি এখন ভীষণ বিপর্যস্ত।”চিকিৎসকরা জানিয়েছেন, রায়হানের শরীরের প্রায় পুরো অংশ দগ্ধ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন।
