স্টাফ রিপোর্ট:
সিলেটের গোলাপগঞ্জে ভুয়া মোড়কে কোল্ড ড্রিংকস বিক্রির অভিযোগে দুইজন ব্যবসায়ীকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। র্যাব জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে-‘প্রাণ আপ’ বোতলের গায়ে ‘পাওয়ার কোল্ড ড্রিংকস’-এর মোড়ক লাগিয়ে প্রতারণার মাধ্যমে পানীয় বাজারজাত করা হচ্ছে। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছেন এবং খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে র্যাব-৯, সদর কোম্পানি সিলেট এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে গোলাপগঞ্জ বাজার ও খালপাড় বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ‘প্রাণ আপ’-এর বোতলে ‘পাওয়ার কোল্ড ড্রিংকস’ লেখা মোট ১,৩২০ বোতল জব্দ করা হয়।
এ ঘটনায় প্রতারণার দায়ে গোলাপগঞ্জ বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজের মালিককে ৫০ হাজার টাকা এবং খালপাড় বাজারের ফাতেমা ফ্যামেলি শপের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব-৯ জানায়, এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে খাদ্য ও ভোক্তা অধিকার রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
