স্টাফ রিপোর্ট:
চার দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নিয়েছেন সিলেটের ব্যাটারিচালিত রিকশা চালকরা। আগামী রোববার (২ নভেম্বর) মধ্যে দাবি না মানলে পরিবারসহ আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন চালকরা।
এরপর সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ১১টা থেকে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। অবরোধ ঘিরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নেয় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পূর্ব ঘোষণা ছাড়াই সড়ক অবরোধের কারণে নগরবাসী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন। কেউ কেউ এতে ক্ষোভ প্রকাশ করেন। তবে আন্দোলনকারীদের দাবি, তারা জরুরি পরিবহন যেমন অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি চলাচলে বাধা দেননি। মদন মোহন কলেজের শিক্ষার্থী আফজাল সোহেল বলেন, এখন যেকোনো দাবি নিয়েই সড়ক অবরোধ হচ্ছে। আগে জানালে বিকল্প রাস্তা ব্যবহার করতে পারতাম। হঠাৎ রাস্তায় আটকে বিপদে পড়েছি।
বন্দরবাজার এলাকার ব্যবসায়ী ফারুক আহমদ বলেন, শহীদ মিনারে আন্দোলন করলেও হতো। রাস্তা বন্ধ করে মানুষের কষ্ট বাড়ানো ঠিক নয়। অন্যদিকে, আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক মনিষা ওয়াহিদ বলেন, আমরা জানি, সড়ক অবরোধে মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু আমাদের সদস্যরা এক মাস ধরে না খেয়ে আছেন। আমরা শুধু তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করছি।
