জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় মাসুদ শেখ (৫৫) নামে এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাতে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের ছবর শেখের ছেলে। তিনি ওই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাসুদ শেখ স্থানীয় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে তিনি মারা যান। এদিকে, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক শোক বার্তায় জানানো হয়, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ডালিম ও সদস্য সচিব উৎপল শিকদার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এছাড়া মাসুদ শেখকে হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওয়াতায় আনার দাবি জানানো হয়। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে।
