ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করছে (ইবি) শাখা ছাত্রশিবির। দুই দিনব্যাপী এই আয়োজন শনিবার (২৫ অক্টোবর) সকাল এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ কার্যক্রম শুরু করে সংগঠনটি।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলায় বুথ স্থাপন করে ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। প্রথমদিনের মতো শেষ দিনেও স্টলে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ক্যালেন্ডারে ২০২৫ এর জুলাই থেকে ২০২৬ এর জুন পর্যন্ত একাডেমিক কার্যদিবস ও ছুটির দিন সহজে উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
শিবিরের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “ফ্রিতে এ ক্যালেন্ডার পেয়ে আমরা খুব খুশি। এই ক্যালেন্ডারটি আমাদের সকলের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন কার্যদিবস বন্ধ থাকবে আমরা এর মাধ্যমে সহজেই তা জানতে পারবো। এটি আমাদের ডেক্স এ থাকলে আমাদের আর অনলাইনে ছুটির তারিখ খুঁজতে হবে না। এ ভিন্নধর্মী আয়োজনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।”
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন,”আজ ফ্রি ক্যালেন্ডার বিতরণের দ্বিতীয় দিন চলছে। গত দিন আমরা প্রায় তিন হাজার ক্যালেন্ডার বিতরণ করেছি। আজকেও আনন্দঘন পরিবেশে ক্যালেন্ডার বিতরণ হচ্ছে, শিক্ষার্থীদের যথেষ্ট সাড়া পাচ্ছি। আজকের পরেও যদি শিক্ষার্থীদের মাঝে ক্যালেন্ডারের চাহিদা থাকে তাহলে আমরা আরো এক দিন বিতরণ করবো।
আমরা বিশ্ববিদ্যালয়ের ১৬ হাজার শিক্ষার্থীদের মাঝে ক্যালেন্ডার বিতরণ করার পরিকল্পনা করেছি।”
ক্যালেন্ডার বিতরণর উদ্দেশ্য জানতে চাইলে তিনি বলেন, “আমাদের সংগঠনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন। ক্যালেন্ডারে ছুটির দিনের তালিকায় সহ থাকায় এটি শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি।”
