স্টাফ রিপোর্ট:
সিলেট রেলওয়ে স্টেশনে অন্যের টিকিট ব্যবহার করে ভ্রমণ ও টিকিটবিহীন যাত্রার অভিযোগে ২৫ জন যাত্রীকে জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহযোগিতায় র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
‘টিকিট যার, ভ্রমণ তার’- এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত অভিযানে পাহাড়ীকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের টিকিটে নামের অমিল, গন্তব্যভিন্ন ভ্রমণ এবং টিকিটবিহীন যাত্রার প্রমাণ পাওয়া যায়। এ সময় ২৫ জন যাত্রীকে মোট ১৫ হাজার টাকার বেশি জরিমানা করা হয়। র্যাব জানায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
টিকিট বাণিজ্যে জড়িত দালালচক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। স্থানীয় যাত্রীরা অভিযোগ করেছেন, রেল টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই অনলাইন কোটা শেষ হয়ে যায়। পরে একই টিকিট বেশি দামে কালোবাজারে বিক্রি হয়, যা প্রকৃত যাত্রীদের ভোগান্তি বাড়ায়। যাত্রীদের দাবি, রেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি থাকলে এই অনিয়ম রোধ করা সম্ভব হবে, এবং প্রকৃত যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
