মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বিশেষ অভিযানে থানা পুলিশ ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪শে অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
ওসি জানান, অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৫ হাজার শলাকা বিড়িসহ রজব আলী (৪৫) নামে এক ব্যক্তি, এক বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিপাউর রহমান শিপন এবং নিয়মিত মামলা ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এলাকার শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর এবং সজাগ রয়েছে।
