জলঢাকা: “ভালোবাসা হোক সবার জন্য” এই মানবিক প্রতিপাদ্যকে ধারণ করে নীলফামারীর জলঢাকা উপজেলার খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনাথ ও প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফোটাতে মানবতার দেয়াল স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করে এ মহৎ উদ্যোগের। বুধবার (২২ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে অনাথ ও প্রতিবন্ধী শিশুদের হাতে ৫০টি কম্বল ও ৬৫টি টি-শার্ট তুলে দেওয়া হয়।
শিশুদের হাসি ও আনন্দে পুরো মাঠটি এক উষ্ণ মানবিক পরিবেশে ভরে ওঠে। এসময় উপস্থিত ছিলেন খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান (বিএসসি), সমাজসেবক রোকনুজ্জামান রোকন, জেনারুল ইসলাম, ফেরদৌস ইসলাম, মাহামুদুর হাসান সজিব, ইমন সরকার, আরব আলী, সামীম ইসলাম, মুন আহমেদ ও সাকিল ইসলাম প্রমুখ। মানবতার দেয়াল সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক পরিবাবু বলেন, “মানবতার টানে, ভালোবাসার টানে আমরা অনাথ ও প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
সমাজের ঝরে পড়া ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতা পেলে এই ভালোবাসার যাত্রা আরও বিস্তৃত হবে।” উল্লেখ্য, মানবতার দেয়ালের উদ্যোক্তা পরিবাবু নিজেও একজন অসহায় জীবনের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। সেই বাস্তবতার অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছেন, সাহায্যের হাত কতটা মূল্যবান হতে পারে।
তাই নিজের সীমিত সামর্থ্য নিয়েই তিনি সমাজের ছিন্নমূল, অনাথ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “মানুষের প্রতি ভালোবাসাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও মানবতার দেয়াল এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।”