নিজস্ব প্রতিবেদক: “BE a Hand Washing Hero, অর্থাৎ হাত ধোয়ার নায়ক হোন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।
রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুমানা জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাশেম, চিকিৎসক সুমন পাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরে আলম, উপজেলা এনসিপ’র প্রধান সমন্বয়কারী আহমদ শফী, ফায়ার সার্ভিস ইনচার্জ আশরাফুল ইসলাম এবং শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যকর জীবনযাপনের প্রথম শর্তই হচ্ছে পরিচ্ছন্নতা ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।
তাঁরা আরও বলেন, শিশু থেকে বৃদ্ধ- সবারই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করলে অনেক রোগব্যাধি প্রতিরোধ করা সম্ভব।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।