নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোজাফফরপুর ইউনিয়নে চারিতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আরাধন ও শামসুল ইসলামের পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারিতলা গ্রামের চাচাতো দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৪ থেকে ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন- ঈমান রশিদের ছেলে আরাধন (৪৫), লাট মিয়ার স্ত্রী মামুদা (৩৫), আবুল হাসেমের স্ত্রী হেমেলা (৩৮), ঈমান রশিদের স্ত্রী নূরনাহার (৭০), মৃত ফজুর রহমানের ছেলে শামসুল ইসলাম (৪৩) ও দ্বীন ইসলাম (৩৫) এবং গণু মিয়ার ছেলে ছোটন ওরফে লিটন (৩৫)।
আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেরিন আক্তার সারোয়ার ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত আরাধনের ভগ্নিপতি হক মিয়া বলেন, আহত আরাধন ও হেমেলার অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ইউপি সদস্য (২নং ওয়ার্ড) মো. নজরুল ইসলাম (আদর) জানান, চাচাতো ভাইদের মধ্যে জায়গা-জমি নিয়ে পুরোনো বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। এতে উভয় পক্ষের প্রায় আট থেকে ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।