নেত্রকোনার আটপাড়া উপজেলার সোনাজুর এলাকায় মগড়া নদীতে গোসল করতে নেমে আব্দুল হক (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হক প্রতিদিনের মতো সকালে নদীতে গোসল করতে যান। পরে দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে না আসায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন ঘটনাস্থলে পুলিশ এবং ডুবরি পাঠানো হয়েছে।