জলঢাকা:
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার রাজারহাটের রাযুশ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একদিনের মাদকবিরোধী ফুটবল প্রীতি ম্যাচ। গত রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজারহাটের ঐতিহাসিক মাঠে আয়োজিত এ খেলাটি উপভোগ করতে হাজির হন হাজারো দর্শক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন।

বিশেষ অতিথি ছিলেন ৮নং খুটামারা মডেল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক রকিবুল ইসলাম, কাঁঠালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল কহ (কবিরাজ), অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান বিএ এবং আক্তারুজ্জামান দোদুলসহ স্থানীয় বিশিষ্টজনেরা। রাযুশ ক্লাবের আয়োজক কমিটিতে দায়িত্ব পালন করেন সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব শামসুজ্জামান শাহীন, কোষাধ্যক্ষ আবু রায়হান, সদস্য আব্দুল মালেক, জাহাঙ্গীর আলম ও আজহারুল ইসলামসহ অনেকে।
খেলায় অংশ নেয়া দুটি দল হলো টংগুয়া রকেট ক্লাব (খানসামা, দিনাজপুর) ও কিং স্টার স্পোর্টিং ক্লাব (নাউতারা, ডিমলা)। খেলা পরিচালনা করেন গোলাম কিবরিয়া; সহকারী হিসেবে ছিলেন আব্দুল মান্নান ও ওমর ফারুক। ধারাভাষ্যে ছিলেন মনজুরুল আলম। পুরো ম্যাচে দুই দলই দারুণ লড়াই করে। তবে নির্ধারিত সময় শেষে গোলশূন্য অবস্থায় ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। দীর্ঘদিন পর উপজেলার রাজারহাটের মাঠে এমন প্রাণবন্ত আয়োজন দেখে উচ্ছ্বসিত স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। খেলাকে ঘিরে ছিল উৎসবের আমেজ যা স্থানীয় তরুণদের ক্রীড়ামুখী করে তুলবে এবং সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।