নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“দুর্যোগে প্রস্তুতি, নিরাপত্তাই হোক অভ্যাস”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহিনুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আশরাফুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, শিক্ষক একেএম শাহজাহান কবীর, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) মাহমুদুল হাসান ও মুনির হোসেন প্রমুখ।
সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে পূর্ব প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।