স্টাফ রিপোর্ট :
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন পানির ট্যাংকির ছাদ ধসে পড়ে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ সহকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন। জানা যায়, সোমবার দুপুরের দিকে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকির একটি অংশের ছাদ হঠাৎ করে ধসে পড়ে। এতে গুরুতর আহত হন সুমন আহমদ (৪২) নামের এক কর্মচারী।
সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন আহমদ নতুন ভবনের ৩৬ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার পর হাসপাতালের অন্যান্য কর্মচারীরা প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা হাসপাতালের সামনের প্রধান সড়ক অবরোধ করেন।
এ সময় তারা দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সড়ক অবরোধের কারণে হাসপাতাল সংলগ্ন এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে ট্যাংকির যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।