চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়া পাখিয়া ইউনিয়নের গোলাপের হাট, ইংলিশ মোড়সহ বিভিন্ন বাজারে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে এ কর্মসূচি পরিচালিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুরো কার্যক্রমটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা, ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল ই বাকী ইদ্রিশীর দিকনির্দেশনায়। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে বড় ধরনের ভূমিকা রাখবে।
এজন্য সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজ উদ্দিন মাস্টার, সাইদুর মেম্বার, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিব ওয়াদুদ অমি, আদিনা কলেজ ছাত্রদলের সভাপতি তাইফুর রহমান সাকিব, শাহ নেয়ামত কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমন, ছাত্রনেতা রিদয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।