স্টাফ রিপোর্ট:
সিলেটে বিক্ষোভ মিছিল থেকে অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গত বুধবার সিলেটে অটোরিকশা চালকদের একটি মিছিল থেকে উপশহর মাইক্রোবাস স্ট্যান্ড, চৌহাট্টা পয়েন্ট এবং কোর্ট পয়েন্ট এলাকায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ও লেগুনা ভাঙচুর করা হয়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুই ব্যক্তি – মো. আবুল কালাম ও মো. রুবেল – কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলাগুলোর ভিত্তিতেই জাফর ও প্রণবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় আরও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।