আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।
বৃহস্পতিবার( ২৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি এলাকা থেকে গণসংযোগ শুরু রাত ৮ টা পর্যন্ত গণসংযোগ করেন। জনসাধারণ কে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে জনমত তৈরিতে কথা বলেন। তিনি আগামী নির্বাচনে ন্যায় ও সাম্য ভিত্তিক উন্নত বাংলাদেশ গড়াতে ধানের শীষের পক্ষে থাকার আহবান জানান।
এসময় ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ দ্বীন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির তালুকদার, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান বশির, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ হোসেন, মোঃ রিয়াজ হোসেন, যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, ৯ ওয়ার্ড সভাপতি রফিক হাওলাদার, সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস ঘরামী, ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইসরাফিল সিকদার, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক রোকন, জেলা ছাত্রদল নেতা রাকিব, সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ আল ইমরান, ছাত্র নেতা আবির লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন ।
গণসংযোগ কর্মসূচি চলাকালে আবাসন প্রকল্প এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিদর্শন করেন এবং আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করতে মন্দির কমিটির নেতৃবৃন্দের ও সনাতনী জনসাধারণের সাথে মতবিনিময় করেন। তিনি দুর্গোৎসব শান্তময় ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করতে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন এবং তাহার ব্যক্তিগত তহবিল থেকে পুজা উদযাপনে শুভেচ্ছা অনুদান প্রদান করেন।