নিজস্ব প্রতিবেদক: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ বিষয়কে প্রতিপাদ্য করে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২৫-২০২৬ এর আওতায় তারুণের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা পৌরশহরে আঞ্জুমান বিদ্যালয়ের পুকুরে সাঁতার প্রতিযোগী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানে সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ইউএনও আসমা বিনতে রফিক।
এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, ক্রীড়া ব্যক্তিত্ব ও শিক্ষক শাহানুল কবির মুন্না, ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
বিভিন্ন ক্যাটাগরীতে সাঁতার প্রতিযোগিতা স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ী সাঁতারুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।