নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শিবনগর কান্দাপাড়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন একদল ছাত্র-ছাত্রী অভিভাবক। ইউএনও অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
আবেদনকারীরা অভিযোগ করেছেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার অভিভাবকদের অবগত না করে ‘মনগড়া’ ম্যানেজিং কমিটি গঠন করেছেন। যা সম্পূর্ণ অবৈধ এবং শিক্ষাবিধি পরিপন্থী। তারা অবিলম্বে উক্ত কমিটি বিলুপ্ত করে সকল অভিভাবককে অবগত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
আবেদনপত্রে অভিভাবক প্রতিনিধি মো. রানেল মিয়া লিখেছেন আমরা সচেতন ছাত্র-ছাত্রী অভিভাবকরা এ ধরনের কমিটি মেনে নিতে পারি না। অবৈধ কমিটি বিলুপ্ত করে সকলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি গঠন জরুরি।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার খলিল উল্লাহ বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। বিধি মোতাবেক নিয়ম মেনেই ম্যানেজিং কমিটি গঠনের প্রস্তাব পাঠানো হয়। পরে বোর্ড থেকে অনুমোদন হয়ে আসছে ৮ সেপ্টেম্বর।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, অভিযোগ পত্র পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আইন ও বিধি অনুযায়ীই ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ম্যানেজিং কমিটি গঠন না হলে মাদ্রাসার পরিবেশ আরও জটিল হয়ে উঠতে পারে।