রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ সেপ্টেম্বর)প্রায় টানা তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।
এ সময় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১৩টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয় এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।
অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ জন সদস্য সহায়তা করেন এবং পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান জানান, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।