ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া বাজার এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রবিন চন্দ্র রায় ভাস্কর নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) রবিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আল্লাহকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডালিয়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রবিন চন্দ্র রায় ভাস্করের বাড়ি ডালিয়া ১ নম্বর বাজার এলাকায়। তার পিতা রাজেন্দ্র রায় ভাস্কর ও মাতা গীতা রাণী। এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে অপরাধীকে গ্রেফতার করে।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী জানান, এ ঘটনায় কেউ যাতে উস্কানিমূলক কাজে জড়িত না হয় সে বিষয়ে পুলিশ কঠোর নজরদারিতে আছে, এবং মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তিকারী রবিনের বিরুদ্ধে বর্তমানে মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।