নাগরপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুেরে প্রতিটি দূর্গা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে প্রায় একশতটি আইপি (সিসি ক্যামেরা) বিতরণ করা হয়েছে।
২১ সেপ্টেম্বর রবিবার দুপুরে নাগরপুর কেন্দ্রীয় কালী বাড়ী প্রাঙ্গণে সিসি ক্যামেরা বিতরণের আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক শিব শংকর সূত্রধর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান আতিকের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন।