নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে পালনের লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার পূজা উদযাপন কমিটি ও সকল মন্দির কমিটির নেতাদের সাথে, উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান এর সভাপতিত্বে, উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব বিদ্যুৎ সরকারের সঞ্চালনায়, নির্বিঘ্নে শারদীয় পুজা অনুষ্ঠিতের লক্ষে, নানা দিক নিয়ে আয়োচনা করেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এড. মানেশ চন্দ্র সাহা, জেলা কমিটির সদস্য টুকন সরকার, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য স্বপন সান্যাল, তরুণ ক্লাবের সভাপতি ধনেশ পত্রনবীশ, পুজা উদযাপন কমিটির সদস্য বাপ্পি সাহা, সবুল দে, সুরঞ্জন পন্ডিত, দুলাল চক্রবর্ত্তী, বিপ্লব মজুমদার প্রমুখ।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী রনজিত সেন, পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তার কথা ভাবে বলেই আজকে এই মতবিনিময় সভার আয়োজন। হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দূগাপুজা। এই উৎসবকে টার্গেট করে নাশকতা নাশকতা করতে একটি মহল ওৎপেতে বসে আছে। বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করে তুলতে নানা রকম চক্রান্ত চলছে। সেই চক্রান্ত রুখে দিতে বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিগত দিনের মতো এবারও প্রস্তত থাকার জন্য সকলকে আহবান জানানো হয়। সম্ভব হলে প্রতিটি মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে, যাতে করে কেউ কোন মন্ডপে, কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
দুর্গাপুর-কলমাকান্দার আগামী দিনের কান্ডারী, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের দিক নির্দেশনায় এ সভা আয়োজনের জন্য, পুজা মন্ডপের সকল নেতাকর্মীগণ ব্যারিস্টার সাহেবকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে ব্যারিস্টার সাহেবের পাশে থেকে অসাপ্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিএনপি‘র নেতবৃন্দ ছাড়াও বিভিন্ন পূজা মন্ডপের নের্তৃবৃন্দ ও সনাতন সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।