সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার চকবাজার গ্রামের বাসিন্দা এম আতাউর রহমান স্বপন। তিনি জাতীয় নাগরিক কমিটির সুনামগঞ্জ জেলার ১ম সম্বনয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ শনিবার বেলা ১১ টায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময়
এম আতাউর রহমান স্বপন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন গত ১০ সেপ্টেম্বর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আমার বিরুদ্বে যে সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটি উদ্দেশ্য প্রনোদিত। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই সাজানো সংবাদ পরিবেশন করা হয়েছে। মূলত: চকবাজাওে অস্থায়ী নৌকাঘাটকে কেন্দ্র করে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমেদ তারেক এই নৌকা ঘাটটি একাধিকবার নেওয়ার জন্য আমাকে সহযোগিতার কথা বলছিল। আমি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের লোক বিধায় বিষয়টি এরিয়ে গিয়ে দোয়ারাবাজার ইউএনওর সাথে যোগাযোগ করতে বলি। আমি তাকে সহযোগিতা না করায় ফরিদ আহমদ তারেক ক্ষুব্দ হয়ে আমার বিরুদ্বে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দেয়। ভুমি দখল কিংবা আমার বিরুদ্বে বানোয়াট অভিযোগ দেওয়ায় আমি এর তীব্র প্রতিবাদ জানাই। চকবাজারে অবস্থিত আমার ৪ শতক ভুমি রয়েছে। মানবিক কারণে দুইটি পক্ষকে আমি থাকতে দিয়েছিলাম। উক্তপক্ষদ্বয় আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় এবং আমার মালিকানাধীন ভিটে পাকা ঘর নির্মাণ করার জন্য আমি উদ্যোগ নেই। যার কারণে আমি তাদেরকে আমার মালিকানাধীন ভিট ছাড়তে বলি। একটি পক্ষ রাজী হলেও আরেকটি পক্ষ নাছির আমার ভিট ছাড়তে অস্বীকৃতি জানায়। মূলত: ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোয়ারাবাজার উপজেলা আহবায়ক ফরিদ আহমদ। তার ভাই কালাম, ভাতিজা জুয়েলসহ আরো কিছু আত্মীয় স্বজন নিয়ে আমার বিরুদ্বে মানববন্ধন করে। এহেন পরিস্থিতিতে আমি আমার জায়গা ফিরিয়ে পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-জেলা এনসিপি সদস্য মোঃ আব্দুর রহমান, জুলাই রেভ্যুলেশন নারী এলায়েন্স এর জেলা আহবায়ক আব্দুজ জহুর, দোয়ারাজাবার উপজেলার প্রধান সম্বনয়ক আব্দুছ ছোবহান, এনসিপি যুগ্ম সম্বনয়ক হুমায়ূন কবির, দোয়ারাবাজার উপজেলা যুগ্ম সম্বনয়ক মোঃ ইমরান হোসেন।