দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানী অপারেশন করা রোগীদের চশমা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া এলাকায় অবস্থিত দি লাইসিয়াম চাইল্ড স্কুল হলরুমে এই চশমা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিরিশিরি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার, কাকৈরগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাজা মিয়া, বাকলজোড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি এবং অন্যান্য বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের মোট ৪৫০ নারী-পুরুষকে ১১ ধাপে চোখের অপারেশন করা হয়েছে। অপারেশনগুলো ময়মনসিংহের বিএনএসবি হাসপাতালে সম্পন্ন হয়। পরবর্তীতে চিকিৎসকরা দুর্গাপুর এসে রোগীদের ফলোআপ করেন। চিকিৎসকরা ১২৮ জন রোগীর জন্য চশমা প্রয়োজনীয় বলে জানালে, আজ শুক্রবার ১২৮ রোগীর মধ্যে ৯৯ জন রোগী চশমা গ্রহণ করেছেন। বাকি ২৯ জন রোগীর চশমা দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন।
কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা-মাটি ও মানুষের দল। আমরা সব সময় আর্তমানবতার সেবায় কাজ করি। এর ধারাবাহিকতায় দুর্গাপুরের মোট ৪৫০ নারী-পুরুষকে ১১ ধাপে চোখের অপারেশন শেষে ডাক্তারদের নির্দেশনা অনুযায়ী ১২৮ জনকে চশমা প্রদান করা হলো। মানবতার সেবায় বিএনপি জনাব তারেক রহমানের এই বক্তব্যকে ধারণ করে আমরা আমাদের আর্তমানবতার সেবায় নিজেদের নিবেদিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।