ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে হলের চারপাশে বিভিন্ন জাতের ফলজগাছ রোপণ করেছে হল কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আবু তুরাব মো: কেরামত আলী, হল শাখার কমকর্তাসহ আবাসিক শিক্ষার্থীরা।
জানা যায়, সাদ্দাম হোসেন হলের চারপাশে প্রাথমিকভাবে ১০ টি গাছ রোপণ করা হয়। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে গোপালভোগ, ল্যাংড়া, আম্রপালি, বারিফল সহ বিভিন্ন জাতের আম গাছ।
আবাসিক হলের শিক্ষার্থীরা বলেন, “আমাদের হল প্রভোস্ট দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছেন। আজকে প্রাথমিকভাবে বৃক্ষরোপণ করেছেন যা আমাদের আশ্বান্বিত করছেন। আমরা চাই শিক্ষার্থীদের কল্যাণে এ কাজগুলো অব্যাহত থাকুক। তবে পানির সুব্যবস্থাপনায় স্যারের আরেকটু নজর দেওয়া প্রয়োজন।”
হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ফার্নিচার তৈরিতে আমরা এর আগে প্রশাসনের অনুমতিতে দুইটি গাছ কাটি। যদিও সেগুলো মরা ছিলো। তবে স্বাভাবিকভাবেই যদি দুইটা গাছ কাটি তাহলে ১০ টা গাছ লাগিয়ে দেওয়া আমার নীতি। হলের চারপাশে আমরা বিভিন্ন ফলজ গাছ লাগিয়েছি। যাতে আমার শিক্ষার্থীরা খেতে পারে। আমাদের এ কাজ চলমান থাকবে।”