টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির আয়োজনে নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাটি উদ্ভোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম।
নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বণিক সমিতি সহ-সভাপতি মো. বজলুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মুছা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিন, জুয়েল সরকার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকেই।
হাজার হাজর দর্শকের উপস্থিতিতে এ খেলায় গড়পাড়া একাদশ ও মামুদনগর সবুজসঙ্ঘ অংশ গ্রহণ করে। খেলায় মামুদনগর সবুজসঙ্ঘ ১-০ গোলে গড়পাড়া একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।খেলায় শাকিল কিশোর ১টি মাত্র গোল ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার জিততে নেয়।