জবি প্রতিনিধি:
জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (জেইউডিএস) উদ্যোগে সফলভাবে ১৭তম বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কক্ষে দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় মোট ২৫০ জন বিতার্কিক অংশগ্রহণ করেন কর্মশালায় বিতার্কিকদের প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাতিসংঘের কমিউনিকেশন কনসালট্যান্ট আহমেদ ইমতিয়াজ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আঞ্জুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মুবিন মজুমদার, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান এবং জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির ।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাম্মাদ নূরুল্লাহ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান।
সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান জানান, “গত তিন বছর ডিবেটিং সোসাইটি কার্যত স্থবির ছিল। তবে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এটিকে সাধারণ বিতার্কিকদের জন্য একটি কার্যকরী ক্লাবে পরিণত করার চেষ্টা চলছে এবং বিতার্কিকরাও ইতিমধ্যেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন” সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, “জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মূল লক্ষ্য শুধু বিতর্ক নয়, বরং শিক্ষার্থীরা যাতে যৌক্তিকভাবে নিজেদের ভাবনা ও দাবি প্রকাশ করতে পারে, তা নিশ্চিত করা।
তিনি আরও উল্লেখ করেন যে জকসু ও সম্পূরক বৃত্তি শিক্ষার্থীদের অধিকার, এবং এ বিষয়ে সচেতন ও ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ” কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষানবিশ বিতার্কিকরা নিয়মিত প্রশিক্ষণে সন্তুষ্টি প্রকাশ করেছেন । অর্থনীতি বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সারা ইসলাম বলেন, “নিয়মিত প্রতিটি কর্মশালায় অংশগ্রহণ করে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের পাশাপাশি সার্টিফিকেট সংগ্রহ করছি, যা ভবিষ্যতে নানা কাজে লাগবে