জলঢাকা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় ক্ষুদ্র শিল্প পণ্যের মেলা ঘিরে চলছে নানা বিতর্ক। এই প্রেক্ষাপটে অপপ্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা প্রধান সমন্বয়ক রেজাউল করিম রাজু। তিনি লিখিত বক্তব্যে বলেন, “আমরা একটি সুস্থ বিনোদনের মেলা আয়োজন করেছি।
এখানে নাচ, গান বা জুয়ার কোনো আয়োজন থাকবে না। জুলাই শহীদদের উদ্দেশ্যে মেলার আয়োজন করা হয়েছে। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বিনোদন বঞ্চিত। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কিন্তু কিছু অসাধু ব্যক্তি মেলা বন্ধের জন্য মানববন্ধনসহ নানা তৎপরতা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “অযৌক্তিক দাবি অনুযায়ী দশটি স্টল না দেওয়ায় এমন বিরোধিতা হচ্ছে। আমরা নিয়মকানুন মেনে মেলা চালাবো।
এজন্য সবার সহযোগিতা কামনা করছি।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক কারি মোহাইমেনুর রহমান সানা, আহসান হাবিব রুক্সি প্রমুখ। এসময় নেতৃবৃন্দ জানান, আগামী পহেলা সেপ্টেম্বর এনসিপির আয়োজনে মেলার উদ্বোধন হবে। সব প্রস্তুতি শেষের পথে, এবং সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই মেলা শুরু হবে।