ইবি প্রতিনিধি:
তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে
জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘জনে জনে খবর দে, ডিপ্লোমা কোটার কবর দে’; ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান’; ‘ওয়ান টু থ্রি ফোর, ডিপ্লোমা কোটা নো মোর’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- সরকারি চাকরিতে নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
দশম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এটি বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে। বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত রেজা বলেন, “আমাদের তিন দফা দাবিতে ঢাকায় লং মার্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাহিনী ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। আমরা এই হামলার বিচার চাই। স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টাকে এই হামলার জন্য জবাবদিহি করতে হবে। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।”
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, “আমাদের তিন দফা দাবি ও হামলার বিচার না হলে আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হবো।”
প্রসঙ্গত, তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টাকালে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় এক সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বুয়েট শিক্ষার্থী। দুপুর আড়াইটার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।