তামজিদ হোসেন মজুমদার,ববি :
অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। গতকাল ২৪ই আগস্ট ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় কে উদ্দেশ্য করে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে হওয়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরোধ করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ও প্রক্টর তাদের সাথে কথা।
এসময় শিক্ষার্থীরা দাবি আদায় না হলে রাজপথ ছাড়বেন না বলে জানান। অবরোধকালে শিক্ষার্থীরা বলেন,আমরা আমাদের যৌক্তিক তিন দফা দাবিতে দীর্ঘদিন ধারে আন্দোলন করে আসছি।আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি যাতে মেনে নেওয়া হয় সেই পথেই এতদিন আন্দোলন করেছিলাম। কিন্তু ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় আমাদের দাবির কোনো কর্ণপাত করছে না। গতকাল আমরা বাধ্য হয়ে প্রতীকী মহাসড়ক করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেই কিন্তু সময় শেষ হলে তারা আমাদের সাথে যোগাযোগ করেনি।
তাই আমরা আজ সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। আন্দোলনরত শিক্ষার্থী নাদিম বলেন,”আমাদের তিনটা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ না করা হলে গতকাল আমরা প্রতীকী অবরোধ করি এবং ২৪ আল্টিমেটাম দেই কিন্তু আল্টিমেটামের সময় শেষ হলেও ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সাড়া না পেয়ে আমরা কঠোর আন্দোলন হিসেবে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি এবং দাবি না মানা অবধি আমাদের এই কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।” শিক্ষার্থীরা অন্তত দুই ঘণ্টা যাবৎ রাস্তা অবরোধ করে রাখেন। যার ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়,সৃষ্টি হয় জনদুর্ভোগ। অনেক যাত্রী কে হেঁটেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়।