রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩নং ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান লিংকন (৪৭) গ্রেফতার হয়েছে। সোমবার (২৫ আগস্ট) উপজেলার বামনদিঘী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ইকরচালী ইউনিয়নের মেনানগর হাজীপাড়া গ্রামের মৃতঃ আব্দুর রহমান বাচ্চুর ছেলে। লিংকনের বিরুদ্ধে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এবং স্বৈরাচারী শাসনের সঙ্গে সম্পৃক্ততার কারণে স্থানীয় জনমনে ক্ষোভ ছিল।
তারাগঞ্জের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল। স্থানীয় বাসিন্দা আশরাফুল বলেন, “লিংকনের গ্রেফতার আমাদের জন্য স্বস্তির খবর। তার মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এবং রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে এলাকায় অত্যাচারের ঘটনা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আওয়ামী আমলে হতদরিদ্রদের সরকারি স্লিপের চাল পর্যন্ত চুরি করেছে সে ।
আমরা চাই, তার বিচার নিশ্চিত হোক।” তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, “বিশেষ আটক আদেশের ভিত্তিতে রাষ্ট্রের ক্ষতিকর কার্য থেকে বিরত রাখার উদ্দেশ্যে আটকাদেশপ্রাপ্ত আসামী মোঃ আতিউর রহমান লিংকনকে বামনদিঘী বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”