নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বিজ্ঞ সহকারী জজ দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ ওয়াহাব (৬৬) এর মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে চৌকি আদালত মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর চৌকি আদালতের আয়োজনে শোকসভায় কলমাকান্দা চৌকি আদালতের বিজ্ঞ সহকারী জজ মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে, দুর্গাপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম জাকারিয়া সরকার এর সঞ্চালনায়, সিনিয়ন আইনজীবীর স্মরণে ১ঘন্টা কমল বিরতি শেষে, অন্যদের মাঝে বক্তব্য রাখেন, আইনজীবী সহকারী আবু সাঈদ খন্দকার, ফারুক মিয়া, আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন অ্যাড. আবু ছিদ্দিক আনোয়ারী, অ্যাড. জয়নাল আবেদীন, অ্যাড. মানেশ চন্দ্র সাহা, অ্যাড. শাহানেওয়াজ আকনজি, অ্যাড. এম এ জিন্নাহ প্রমুখ।
অ্যাডভোকেট এম এ ওয়াহাব গত ২২ আগস্ট ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।