টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিলের কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ।
২১ আগষ্ট বৃহস্পতিবার সকালে মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের ওয়ার্ড মেম্বার আফজালের ফোন পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনা স্থলে নিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পরিচয় সনাক্তে টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যদের সহযোগিতা কামনা করেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় নাগরপুর থানায় ১টি অপমৃত্যুর মামলা দায়ে ও লাশের পরিচয় সনাক্ত ও ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।