নিজস্ব প্রতিবেদক: ‘‘অভয়াশ্রম গড়ে তুলি – দেশি মাছে দেশ ভরি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মৎসচাষী ও কৃষকদের অংশগ্রহনে নানা কর্মসুচীর মাধ্যমে এ মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে র্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভার মাধ্যমে মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তন সমাজসেবা অফিসার মাসুল তালুকদার এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস অফিসার শিরিন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ, স্থানীয় মৎস চাষিগণ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চাকা ঘোড়াতে এবং দেশকে এগিয়ে নিয়ে হলে মৎস চাষের কোন বিকল্প নাই। সারাদেশে মৎস চাষে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে, বিলুপ্ত প্রজাতির মাছের চাষ বাড়াতে হবে। সরকারি পুকুর গুলোকে মৎস চাষের উপযোগি করে চাষি অথবা যুবকদের হাতে দিতে হবে। এ কাজে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়। আলোচনা শেষে বিভিন্ন পুকুরে পোনা অবমুক্ত করা হয়।